ঋতু বদলের সঙ্গে সঙ্গে কালার প্যালেটেও যোগ হয় নতুন নতুন রং। বিশ্বজুড়ে মেকআপ অঙ্গন থেকে প্রভাবিত হয়ে নিজেদের সংস্কৃতি আর আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয় আমাদের মেকআপ ট্রেন্ড। শীতের নতুন সাজের বিস্তারিত জানালেন, ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ফারনাজ আলম। গ্রন্থনা করেছেন মারজান ইমু
পাঁচ মিনিটে মেকআপ
সকালে ঘুমের রেশ না কাটতেই যদি অফিস কিংবা ক্লাসে ছুটতে হয়, তাহলে সময় নিয়ে সুন্দর করে সাজার অবকাশ থাকে না। কিন্তু একটু পরিপাটি লুক তো চাই।
প্রথমে ওয়াটার বেইজ ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান। এরপর সানস্ক্রিন লাগিয়ে কয়েক মিনিট অপেক্ষা করে কমপ্যাক্ট বা বেবি পাউডার দিলেই বেইজ তৈরি হবে। ঝটপট মনোযোগ দিন চোখের সাজে। হালকা হাতে আইব্রো এঁকে নিন, যেন পেনসিলের ব্যবহার বোঝা না যায়। চাইলে আইব্রো পেনসিলের বদলে চিকন ব্রাশ দিয়ে অল্প ব্রাউন শ্যাডো বুলিয়ে নিতে পারেন। কম সময়ের সাজে আইলাইনার এড়িয়ে যাওয়াই ভালো। শ্যাডোতে বাদামি, কপার বা মেটালিক কোনো রং রাখুন। চোখের সাজে রঙিন ছোঁয়া চাইলে সঙ্গে সবুজ বা নীল শ্যাডো ম্যাশ করে দেওয়া যেতে পারে। চোখের নিচে একটানে কাজলের রেখা এঁকে আঙুল দিয়ে ম্যাশ করে দিন। বেশ একটা সতেজ লুক আসবে। এক কোট মাশকারা দিয়ে চোখের সাজ শেষ করুন। এবার ঠোঁট। ম্যাট লিপস্টিকের আধিপত্য শেষে এবার গ্লসের পালা। হালকা কোনো লিপগ্লস বা লিপবাম লাগান। সবশেষে চিকবোনে ব্লাশন ব্রাশ বুলিয়ে সাজ শেষ করুন। ফারনাজ আলম বললেন, ‘এই সাজের জন্য পাঁচ মিনিট যথেষ্ট। প্রথম দিকে একটু বেশি সময় লাগতে পারে। প্রতিদিনের
নিমন্ত্রণে
ফারনাজ আলম বলেন, ‘আন্তর্জাতিক মেকআপ ট্রেন্ডে পার্টি বা দাওয়াতের সাজ দুই রকম হতে পারে। ন্যুড বা মিনিম্যালিস্ট সাজে চোখ, ঠোঁট ও পুরো মুখেই ন্যাচারাল টোনে মেকআপ দেওয়া হয়। দিনের বেলায়, এমনকি খুব জমকালো পার্টি না হলে রাতেও চোখের সাজের চেয়ে মুখের সাজের ব্যবহার বেশি। অর্থাত্ যথাযথ কনট্যুরিং ও হাইলাইটিংয়ের মাধ্যমে মুখের আদলটাকে সুন্দর করে ফুটিয়ে তোলাই ট্রেন্ড। আর জমকালো পার্টি লুক চাইলে ভারি মেকআপ, ডার্ক আই, ব্রাইট লিপ—সবই চলতে পারে। উপলক্ষ বুঝে নিজের ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেকোনো সাজই এখন সমাদৃত। ’
দিনের দাওয়াতে গায়ের রঙের সঙ্গে মিলিয়ে শ্যাডো থাকতে পারে চোখে। দেশি লুকে অবশ্য একটু কালারফুল শ্যাডোও ভালো দেখাবে। মাশকারা মাস্ট। চোখে জৌলুস আনতে ব্যবহার করতে পারেন কালারফুল মাশকারা। মাশকারার নতুন এই সাজ বাইরের দেশে এর মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। আমাদের দেশেও তা সমাদৃত হবে আশা করা যাচ্ছে। প্রথমে ন্যাচারাল মাশকারা দিয়ে তার ওপরে নীল, সবুজ, মেরুন মাশকারার কোট দিন। আলো পড়লে চোখের পাতা দ্যুতি ছড়াবে। অবশ্যই এই সাজ ব্যক্তিত্ব ও পোশাকের সঙ্গে মানানসই হতে হবে। চোখের সাজ ন্যাচারাল হলে ঠোঁটে একটু ডার্ক, বোল্ড কালার চলতেই পারে। শীত ইচ্ছা রঙের ঋতু। একাধিক রঙের খেলা রাখতে পারেন ঠোঁটে। অমব্রে লিপ যাকে বলে। একই রঙের দুটি শেড নিয়ে অপেক্ষাকৃত গাঢ় রংটি লিপ লাইনে আর হালকা রং ভেতরে দিয়ে ব্লেন্ড করে দিন। ব্যাস দিনের দাওয়াতে পরিপূর্ণ সাজ।
রাতের দাওয়াতে মনমতো সাজুন। আন্তর্জাতিক সাজ অনুসরণ করতে চাইলে ব্ল্যাক আই বেছে নিন। কালোর সঙ্গে অ্যাশ শ্যাডোতে স্মোকিআই হতে পারে। নীল, সবুজ, কপার, ব্রোঞ্জসহ মেটালিক কালারও ব্যবহার হচ্ছে কিংবা হতে পারে পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে কালো বা অ্যাশের সঙ্গে অন্য কোনো উজ্জ্বল রঙের ব্লেন্ডিং। নিচের ল্যাশ লাইনে চোখের মাঝ থেকে বাইরের কোণের দিকে টেনে লাইনার দিতে পারেন। ল্যাশ লাইনের খালি অংশটুকু চাইলে কোনো রঙিন শ্যাডো দিয়ে ম্যাশ করে দিতে পারেন। শ্যাডো না দিলেও ক্ষতি নেই। এরপর দিন কয়েক কোট মাশকারা। লুক বদলে ফেলতে চাইলে বেছে নিন আই লেন্স। রাতে দাওয়াতের সাজে শিমারের ব্যবহার রাখতে পারেন। ঠোঁটের সাজ হবে চোখের সঙ্গে মানানসই।
নতুন কী
* খুব ফর্সা বা কয়েক স্তরের পুরু বেইজ মেকআপ নয়, গায়ের রঙের কাছাকাছি শেড থাকবে বেইজ মেকআপে। যথাযথ কনট্যুরিং আর হাইলাইটের মাধ্যমে সতেজ লুক থাকবে রাতের সাজেও।
* ব্ল্যাক আই, স্মোকি আই এবারও থাকছে। চমকে দেওয়া কালারফুল পেনসিল কাজলের ব্যবহার দেখা যাবে।
* রঙিন মাশকারার নতুন ধারা জনপ্রিয় হচ্ছে।
* লিপগ্লস ফিরে এসেছে ঠোঁটের সাজে। শীতেও ঠোঁটে বহাল থাকবে নতুন নতুন ন্যুড কালার।
টিপস
* মেকআপ অনেক ক্ষণ ধরে রাখার সবচেয়ে কার্যকর সমাধান বরফ সেঁক। মুখ ধুয়ে বরফের বড় একটা কিউব পাতলা সুতি কাপড়ে মুড়ে চেপে চেপে ত্বকে লাগান। ভালো ফল পেতে শসার রসের সঙ্গে সমপরিমাণ গোলাপজল মিশিয়ে আইস কিউব বানান।
* ফাউন্ডেশন নির্বাচনের ক্ষেত্রে গায়ের রঙের সঙ্গে মিলিয়ে শেড নির্বাচন করুন। সঠিক ব্লেন্ডিংয়ের জন্য এটি জরুরি। একটু লাইট চাইলে ত্বকের রঙের চেয়ে এক শেড হালকা হতে পারে। এর বেশি নয়।
* তৈলাক্ত ত্বকে মেকআপের আগে অ্যাস্ট্রিনজেন্ট লোশন লাগিয়ে নিলে দীর্ঘস্থায়ী সতেজ লুক পাবেন।
* লিপস্টিক দেওয়ার আগে ঠোঁটে পুরু করে লিপবাম বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখুন মিনিট পাঁচেক। তারপর টিস্যু দিয়ে হালকা করে চেপে বাড়তি লিপবাম মুছে লিপস্টিক লাগান। ঠোঁট শুষ্ক হবে না।
* ব্যাগে কমপ্যাক্ট পাউডার রাখুন। যখন ত্বক তৈলাক্ত হয়ে উঠবে পাফ দিয়ে চেপে কমপ্যাক্ট পাউডার লাগান।
* বাইরে থেকে ফিরে মেকআপ তুলে ভালো করে মুখ পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগান।
ক্যাজুয়াল লুক
বন্ধুরা মিলে আড্ডা, হৈ-হুল্লোড় আর খাওয়াদাওয়া কিংবা হতে পারে পরিবারের সঙ্গে শপিং, সিনেমা বা থিয়েটার দেখা। সবখানেই সাজে চাই সতেজ ও স্বাভাবিক লুক। দিনের বেলায় রোদটা খুব চড়া থাকে এখন। আবহাওয়াও বেশ শুষ্ক। তাই ত্বক পরিষ্কার করে প্রথমে ময়েশ্চারাইজার লাগান, এরপর সানস্ক্রিন। বেইজ মেকআপে রাখুন লিকুইড বা লুমিনাইজিং ফাউন্ডেশন আর কমপ্যাক্ট পাউডার। খুব হালকা কনট্যুরিং করতে পারেন। নাকের দুই পাশ, চোয়াল আর কপালের দুই পাশে ব্রাশ দিয়ে ডিপ কনট্যুরিং পাউডার লাগান। একইভাবে মুখের টি জোন হালকাভাবে হাইলাইট করুন।
কনট্যুরিং শেষে চোখের সাজ। শুরুতে আইব্রো এঁকে নিন। বয়স ও ব্যক্তিত্ব বুঝে চোখের সাজের থিম নির্বাচন করুন। দুই টোনের শ্যাডো বেছে নিতে পারেন। একই রঙের ডার্ক ও লাইট দুটি শ্যাডো থাকতে পারে কিংবা কাছাকাছি দুটি রং যেমন নীল-সবুজ, ব্রাউন-কপার, গোল্ডেন-ব্রাউনও হতে পারে। কালো আইলাইনারের বদলে এখন রঙিন আই পেনসিল জনপ্রিয়তার শীর্ষে। একটু কম বয়সীরা আইশ্যাডোর ঝামেলায় না গিয়ে লাইট গ্রিন, একুয়া ব্লু, ইয়েলো, অরেঞ্জ, গোল্ডেন বা সিলভার লাইনার দিতে পারেন। এরপর দুই থেকে তিন কোট মাশকারা দিয়ে শেষ করুন চোখের সাজ। ন্যুড ঠোঁটের ট্রেন্ড এখন। আশা করা যাচ্ছে এবার শীতেও সদর্পে রাজত্ব করবে পিংক, লাইট পার্পেল, টেরাকোটা, ক্যারামেল কালারের মতো ন্যুড রংগুলো। ত্বকের সঙ্গে মানানসই যেকোনো ন্যুড কালার লিপস্টিক বা লিপগ্লস বেছে নিন। স্বাভাবিক সাজের সঙ্গে ঠোঁটের স্বাস্থ্যও ভালো থাকবে।
Content Credit: Kaler Kontho
Content Credit: Kaler Kontho





No comments:
Post a Comment