Style & Trendy Fashion
Friday, December 8, 2017
নারীর সাজে নাকফুল
রুপার নাকফুলের দাম কিছুটা কম। রুপার ওপর সোনার প্রলেপ দেওয়া নাকফুল পাবেন ২০০ থেকে ৬০০ টাকায়। রুপার ওপর মুক্তা বসানো নাকফুল ৩০০ থেকে ৮০০ টাকা। রুপার ওপর মুক্তা বসানো নাকফুল ৩০০ থেকে ৮০০ টাকা।
নারীর গয়না হিসেবে নাকফুলের প্রচলন সবচেয়ে প্রাচীন। আগে শুধু সোনা বা রুপার নাকফুল পরা হলেও বর্তমানে ফ্যাশন অনুষঙ্গ হিসেবে মেয়েদের কাছে হীরার নাকফুল এ জায়গার অনেকটা দখল করে নিয়েছে। নাকফুলের আকার এবং মেটালের ওপর নির্ভর করে এর দাম নির্ধারণ করা হয়। যেমন শুধু সোনার নাকফুল ১৫০০ টাকা থেকে শুরু হয়। চাইলে রেডিমেট কিনে নিতে পারেন অথবা অর্ডার দিয়ে পছন্দের ডিজাইনের নাকফুল বানিয়েও নিতে পারেন।
Thursday, December 7, 2017
লিপস্টিক দীর্ঘস্থায়ী রাখতে
মেইকআপ করা হোক বা না হোক, কাজল আর লিপস্টিক মোটামুটি প্রতিদিনের সাজের তালিকাতেই থাকে। তবে ঠোঁটে দেওয়ার কিছুক্ষণ পরেই অনেক সময় লিপস্টিক হালকা হয়ে যায়, তাই লিপস্টিক দীর্ঘস্থায়ী করার কিছু সহজ উপায় জানা থাকা চাই।
রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে লিপস্টিক দীর্ঘসময় সুন্দর রাখার কিছু সহজ উপায় তুলে ধরা হয়, এখানে সেগুলো উল্লেখ করা হল।
সঠিক ধরন বাছাই: পছন্দের লিপস্টিকের টেস্টার হাতে লাগিয়ে দেখুন তা কি ধরনের। ক্রিম বা তৈলাক্ত লিপস্টিক জলদি হালকা হয়ে যায়। ম্যাট বা লিকুইড লিপস্টিক দীর্ঘস্থায়ী হয়ে থাকে।তাই লিপস্টিক হাতে লাগিয়ে শুকিয়ে গেলে ভেসলিন বা লোশন লাগিয়ে হালকা ঘষে দেখুন তা হা্লকা হতে কেমন সময় নেয়। টিস্যু ব্যবহার করে তা মোছার পরীক্ষা করুন। এতে বোঝা যাবে লিপস্টিক কতটা দীর্ঘস্থায়ী।
ভালো থাকুক চুল
স্টাইলিং টুল চুল বিপন্ন করে তোলে। কিন্তু এড়ানোর উপায় তো নেই। তাই দরকার সঠিক পরিচর্যা। চুল সুস্থ আর সুন্দর রাখার জন্য
আজকে চুল সটান সোজা তো কালই কার্লি। কখনো স্প্রে দিয়ে করা চুলের আলুথালু অগোছালো স্টাইলটাই ট্রেন্ডে তো কখনো মুজ আর জেল মাখানো স্লিকএমনতর চর্চায় মুখর সৌন্দর্যবিশ্ব। হেয়ার স্টাইলিংয়ের হেরফের পছন্দ সবারই।সে জন্যই হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার আর কার্র্লিং আয়রনের মতো টুলের পাশাপাশি স্প্রে, মুজ আর জেলের ব্যবহার হচ্ছে হরহামেশাই।এতে স্টাইলিংটা হচ্ছে পারফেক্ট, মনের মতো।
Tuesday, December 5, 2017
চশমাতেও সুন্দর সাজ
চোখের সমস্যার কারণে নাকের চেপে বসেছে চশমা! তাই বলে সৌন্দর্যে বাধ সাধবে, সে তো হয় না
ভ্রু’র আকার: চেহারার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হল ভ্রু। তাই সুন্দরভাবে আকার দেওয়া ভ্রু চেহারার গঠন আকর্ষণীয় করে। যারা চশমা পরেন তাদের জন্য এই বিষয়টা আরও বেশি মাথায় রাখতে হবে।
চিকন ফ্রেমের চশমা পরেন যারা তাদের জন্য পাতলা এবং কোণা করে বাঁকানো ভ্রু মানানসই। আর চশমার ফ্রেম যদি মোটা হয় তাহলে মোটা ও গাঢ় ভ্রু ভালো লাগবে। দুই ভ্রুয়ের মাঝে যদি ফাঁকা বেশি হয় তাহলে ভালোভাবে ভ্রু এঁকে নেওয়া যেতে পারে।
ভ্রু’র আকার: চেহারার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হল ভ্রু। তাই সুন্দরভাবে আকার দেওয়া ভ্রু চেহারার গঠন আকর্ষণীয় করে। যারা চশমা পরেন তাদের জন্য এই বিষয়টা আরও বেশি মাথায় রাখতে হবে।
চিকন ফ্রেমের চশমা পরেন যারা তাদের জন্য পাতলা এবং কোণা করে বাঁকানো ভ্রু মানানসই। আর চশমার ফ্রেম যদি মোটা হয় তাহলে মোটা ও গাঢ় ভ্রু ভালো লাগবে। দুই ভ্রুয়ের মাঝে যদি ফাঁকা বেশি হয় তাহলে ভালোভাবে ভ্রু এঁকে নেওয়া যেতে পারে।
অনুষ্ঠানে যেতে ঝটপট মেইকআপ
অনেক সময় অফিস বা অন্য কাজ থেকে সরাসরি কোনো অনুষ্ঠানে যোগ দিতে হয়। সেক্ষেত্রে অফিস ও অনুষ্ঠানের সাজপোশাকের সন্বয়টা অনেকেই বুঝে উঠতে পারেন না। তবে সাজগোজের খুঁটিনাটি ধারণা থাকলে দুইদিকেই সামঞ্জস্য রক্ষা করা যায়।
মেইকআপ আর্টিস্ট আহান রহমান অফিস থেকে অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে চটজলদি তৈরি হওয়ার কৌশল সম্পর্কে পরামর্শ দেন।
যেহেতু একবারে বাসা থেকে বের হচ্ছেন এবং অনুষ্ঠানে যাওয়ার আগে তৈরি হওয়ার জন্য আলাদা তেমন কোনো সময় পাবেন না তাই বের হওয়ার সময়ই সাজগোজের বেইজটা তৈরি করে নিন। পরে ঝটপট সাজগোজের কাজটা সেরে নিতে পারবেন।
মেইকআপ আর্টিস্ট আহান রহমান অফিস থেকে অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে চটজলদি তৈরি হওয়ার কৌশল সম্পর্কে পরামর্শ দেন।
যেহেতু একবারে বাসা থেকে বের হচ্ছেন এবং অনুষ্ঠানে যাওয়ার আগে তৈরি হওয়ার জন্য আলাদা তেমন কোনো সময় পাবেন না তাই বের হওয়ার সময়ই সাজগোজের বেইজটা তৈরি করে নিন। পরে ঝটপট সাজগোজের কাজটা সেরে নিতে পারবেন।
Sunday, December 3, 2017
শীতের সাজে নতুন ট্রেন্ড
ঋতু বদলের সঙ্গে সঙ্গে কালার প্যালেটেও যোগ হয় নতুন নতুন রং। বিশ্বজুড়ে মেকআপ অঙ্গন থেকে প্রভাবিত হয়ে নিজেদের সংস্কৃতি আর আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয় আমাদের মেকআপ ট্রেন্ড। শীতের নতুন সাজের বিস্তারিত জানালেন, ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ফারনাজ আলম। গ্রন্থনা করেছেন মারজান ইমু
পাঁচ মিনিটে মেকআপ
সকালে ঘুমের রেশ না কাটতেই যদি অফিস কিংবা ক্লাসে ছুটতে হয়, তাহলে সময় নিয়ে সুন্দর করে সাজার অবকাশ থাকে না। কিন্তু একটু পরিপাটি লুক তো চাই।
Subscribe to:
Comments (Atom)




